এবার নির্বাচনী মাঠে নামছেন মাশরাফি

সিলেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর ওই ফুরফুরে মেজাজকে সঙ্গে নিয়ে খেলার মাঠ ছেড়ে তিনি এবার নির্বাচনী মাঠে নামছেন। দুই-এক দিনের মধ্যে তিনি নড়াইলে নিজ আসনে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াবেন। দলীয় সূত্র বাংলাদেশ টাইমসকে এমনটাই জানিয়েছে।

সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে একই সময় বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাশরাফির খেলা অনিশ্চিত হলে পরবর্তীতে খেলার মাঠে নেতৃত্ব দেন তিনি। ওই সময় তিনি রাজনীতির কথা ভুলে গিয়ে খেলার মাঠে মনোযোগী হয়ে পড়েন।

তাই গত ৯ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় লাভ করে মাশরাফির দল। কিন্তু একই স্টেডিয়ামে ১১ ডিসেম্বর হেয়ে যায় টাইগাররা। পরবর্তীতে ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফের ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী। ওই দিন বিশাল জয়ে সিরিজ জয় করেন টাইগার দলপতি।

তবে ওডিআই সিরিজ চলাকালে মাশরাফি নির্বাচন বা রাজনীতির কথা একেভারেই ভুলে গিয়েছিলেন। কারণ সিরিজ চলাকালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন করার আগে আমার কাছে প্রত্যেকটা সিরিজ যেমন ছিল, এখনও প্রত্যেকটা সিরজিও তেমন। আমার কাছে কোনো পার্থক্য নাই। তিনি এও বলেছিলেন, এখনও ক্রিকেট নিয়ে আছি। নির্বাচনের মাঠে নামিনি। আগামী ১৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামবো। তবে সিলেটে ওডিআই সিরিজ জয়ের পর মাশরাফি বিন মুর্তজা বলেন, রাজনীতির মাঠে তাঁকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে হচ্ছে দু-এক দিনের মধ্যে। এত দিন ক্রিকেটের ময়দানে খেলেছেন। এবার তাঁকে খেলতে হবে রাজনীতির ময়দানে।

সূত্রমতে, শনিবার সিলেটে হযরত শাহজালাল (রাহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। মাজার জিয়ারত শেষে সোজা নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন মাশরাফি।

এদিকে, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠে থাকলেও রাজনীতির মাঠ দখল করে রেখেছেন নড়াইলবাসী। ওই এলাকায় বিভিন্ন শ্রেনি-পেশার লোকজন মাশরাফির পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নিজ খরচে নির্বাচনী সামগ্রী তৈরিসহ প্রচারণার সকল ব্যয়ভার বহন করছেন তারা। এছাড়াও মাশরাফি ভক্ত আওয়ামী লীগ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তার পক্ষে মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024