সিরিয়া থেকে তেল চুরি করছে আমেরিকা: রাশিয়া

মার্কিন সেনাদের তত্ত্বাবধানে আমেরিকা সিরিয়া থেকে তেল চুরি করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে বলে দাবি করেছে রাশিয়া। খবর পার্সটুডের।

স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে রাশিয়া বলছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) পতনের আগে ও পরে এ কাজ অব্যাহত রেখেছে আমেরিকা।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাশেংকভ বলেন, কৃত্রিম উপগ্রহ চিত্রে দেখা যায় যে, সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা প্রক্রিয়াজাতকরণের করার জন্য সিরিয়ার বাইরে পাঠাচ্ছে আমেরিকা। এ কাজে মার্কিন সেনারা চোরাকারবারিদের সুরক্ষা দিচ্ছে।

তিনি আরও বলেন, তেল চোরাচালানে মার্কিন বেসরকারি সামরিক কোম্পানি ও স্পেশাল অপারেশন্স ফোর্স তেলের বহরকে সুরক্ষা দেয়।

রুশ মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার পূর্বাঞ্চল থেকে তেল চোরাচালানে জড়িত মার্কিন সেনারা তেলবাহী ট্রাকগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায় এবং ওই বহরে কোনো হামলা হলে মার্কিন সেনারা তা প্রতিহত করে।

নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিমা কোম্পানির পাঠানো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সিরিয়ার তেল উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

টাইমস/এসআই

Share this news on: