খালেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র

ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়েছে।

রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গ্রেপ্তারদের মধ্যে কারও বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হল।

ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার পর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম, মদ ও জুয়ার ২৪ লাখ টাকা উদ্ধার করে র‌্যাব। ওই ক্লাব পরিচালনা পর্ষদের সভাপতি খালেদ ভূঁইয়াকে ওই দিনই গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি, ইয়াবা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়। এরপর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

খালেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পাশাপাশি মুদ্রাপাচার আইনে তিনটি মামলা করা হয় গুলশান থানায়। আর মতিঝিল থানায় মাদক আইনে করা হয় আরেকটি মামলা।

 

টাইমস/এসআই

Share this news on: