বগুড়ায় সংবর্ধনা পেল ১২৫ মুক্তিযোদ্ধা

বিজয় দিবস উপলক্ষে ১২৫ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য (এমপি), অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা ১৯৭১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধকালে পুলিশ বাহিনীতে তারা কনস্টেবল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তারা অবসর নেন। বর্তমানে তারা বগুড়ায় বসবাস করছেন।

সভায় সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান ও তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপারদের মধ্যে সাবিনা ইয়াসমিন, রাজিউর রহমান ও এক এইচ এম এরশাদ এবং বিভিন্ন থানার ওসি বৃন্দ।

 

টাইমস/এইচইউ

Share this news on: