পটিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে পোশাক শ্রমিকসহ আহত ১৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাক-লেগুনা সংঘর্ষে পোশাক শ্রমিকসহ ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিজলী বেগম (২৭), মো. রাসেল (২১), নিলু আক্তার (২২), সালমা (৪০), কাকলী দে (৩৫), শিখা দত্ত (২৭), পান্না দে (৩৬), কাউছার আক্তার (৩৩), রূপঙ্কর সেন (২২), রত্মা দাশ (২৮), খালেদা (২৬), সুমি (৩০), শাহিন আক্তার (২৫)। এদের মধ্যে বিজলী ও রাসেল ট্রাকে যাত্রী। বাকিরা লেগুনার যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বলেন, সকালে পটিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। অপরদিকে লেগুনাটি উপজেলার কেলিশহর ও হাইদগাঁও থেকে লোকজন নিয়ে কাগজিপাড়ায় সান ফ্যাশন গার্মেন্টে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১১ এবং ট্রাকের ২ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, হাসপাতালে থাকা সবাই শঙ্কামুক্ত।

 

টাইমস/এইচইউ

Share this news on: