রবিকে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধ করতে রবি আজিয়াটাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মোবাইল অপারেটর রবিকে এই টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে বিটিআরসিকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, অপর মোবাইল অপারেটর গ্রামীণফোনকে পাওনা দাবির ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতেই রোববার এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম এবং ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।

 

টাইমস/এইচইউ

Share this news on: