মালালাকে গুলি করা সেই জঙ্গি জেল থেকে পালিয়েছে

মালালা ইসুফজাঈ’কে গুলি করা তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র এহসানুল্লাহ এহসান পাকিস্তানের জেল থেকে পালিয়েছেন।

বৃহস্পতিবার এক অডিও বার্তায় এহসান নিজেই জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তান বাহিনীর আশ্বাসে আত্মসমর্পণ করে এহসানুল্লাহ। কিন্তু পাকিস্তান বাহিনী সেই আশ্বাস পূরণ না করায় গত ১১ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে পালিয়ে যায় এহসান।

জানা যায়, ২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল থেকে ফেরার পথে মালালাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এহসান। সেসময় ১৬ বছর বয়সী মালালা ওই উপত্যকায় নারী শিক্ষার প্রসারে কাজ করতো। আর এতেই জঙ্গি সংগঠন তেহরিক-ই-ইনসাফের টার্গেটে পরিণত হয় মালালা। পরে মালালাকে নোবেল পুরস্কার দেয়া হয়।

 

 

টাইমস/এসএন

Share this news on: