রোববার থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে আট হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে ১৫ মার্চ রোববার থেকে বাংলাদেশী আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারবেন।

জানা গেছে, ভারতীয় রপ্তানীনিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করে আমদানিকারকরা। ওই আবেদনের প্রেক্ষিতে প্রথম দফায় ৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ২৬ ফেব্রুয়ারি ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ২ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তারা। এরপর বন্দরের ১০/১২ জন আমদানিকারক ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেন।

আমদানিকারকরা আরও জানান, সম্প্রতি বন্দরের ৫ জন আমদানিকারককে ৮ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। কিন্তু মার্চ মাসে যেসব আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে তারা এখনো অনুমতি পায়নি।

 

টাইমস/এসএন

Share this news on: