করোনা: দেশে নতুন শনাক্ত ১৮২ জন, মৃত্যু ৫

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা হলো ৮০৩ জন। এই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।

সোমবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ ১৩৯ জন আক্রান্ত, মৃত্যু বেড়ে ৩৪

 

টাইমস/এইচইউ

Share this news on: