দেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাত্যহিক অনলাইন বুলেটিনে তিনি একথা জানান।

বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর মিরপুর, বাসাবো, নারায়ণগঞ্জসহ দেশের বেশ কয়েকটি এলাকায় করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর ডিরেক্টরদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলায় যে সব ব্যক্তিরা সংক্রমিত হয়েছেন, তারা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। কাজেই লকডাউন আরও জোরদার করতে হবে।

জাহিদ মালেক আরও বলেন, আমরা লক্ষ্য করছি যে, এখনো মানুষ লকডাউন পুরোপুরি মেনে চলছে না। এখনো বাজারগুলোতে মানুষের জটলা দেখা যাচ্ছে। এখনো মানুষ অযথা ঘরের বাইরে ঘুরাফেরা করছেন। দয়া করে এসব আচরণ পরিহার করতে হবে আমাদের। মনে রাখতে হবে, আমরা যত বেশি বাইরে ঘুরাফেরা করব, কমিউনিটি ট্রান্সমিশন তত বাড়বে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: