‘বিএনপি ও জামায়াত একে অপরকে ছাড়া অস্তিত্বহীন’

বিএনপি ও জামায়াত একে অপরকে ছাড়া অস্তিত্বহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। ঢাকাসহ আশপাশের জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের দলীয় সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন সাহেব জানেন বিএনপির সঙ্গে জামায়াত আছে, আর জামায়াতের সঙ্গে বিএনপি আছে। একটি ছাড়া অন্যটি অস্তিত্বহীন। এখন তিনি বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিচ্ছেন। কামাল সাহেব জেনেশুনে কেনো এত বড় ভুল করলেন। তাকেই সেই ভুলের খেসারত দিতে হবে।

সংলাপ বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল, আবারও সেই সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, নেত্রী শনিবার আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন, যাদের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের আমন্ত্রণ করবেন, আহবান করবেন, নিমন্ত্রণ করবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরাও সবাই একমত। সেটা শিগগিরই জানিয়ে দেয়া হবে।

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: