ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার থাবা

আফগানিস্তান, নাইজেরিয়ার পর এবার ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনার থাবা। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই খবর প্রকাশ পেতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার জেরে রাষ্ট্রপতি ভবনে কর্মরত ১২৫ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই খবর নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পজিটিভ ওই নারী বর্তমানে বিড়লা মন্দির কোভিড-১৯ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাষ্ট্রপতি ভবনের ওই নারী কর্মীর মেয়ের নমুনা পরীক্ষা হয়েছে। তবে তার রিপোর্ট নেগেটিভ। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে সেখানকার সাধারণ কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এবার দেশটির সংবাদমাধ্যমের কর্মীদের নমুনা পরীক্ষা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদকর্মীদের করোনা পরীক্ষার জন্য এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে টুইটে আবেদন করেছিলেন। তার উত্তরেই কেজরিওয়াল জানিয়েছেন, ‘অবশ্যই, আমরা তার বন্দোবস্ত করছি।’

জানা গেছে, কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মুম্বাইয়ের ৫৩ জন সাংবাদিক। সবাইকে আইসোলেট করে একটি হোটেলে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৪৫ আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় চার হাজার।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024