ভারতে এবার সোয়াইন ফ্লু’র হানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত। এমনই পরিস্থিতিতে এবার ভারতের আসাম রাজ্যে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’ হানা দিয়েছে। রাজ্য সরকারের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফ্রিকান সোয়াইন ফ্লু’র প্রকোপে আসামের ৩০৬টি গ্রামে প্রায় আড়াই হাজার শূকরের মৃত্যু হয়েছে।

সম্প্রতি আসামের পশুপালন ও পশুমন্ত্রী অতুল বোরা জানান, সোয়াইন ফ্লু’র সঙ্গে কোভিড-১৯-এর কোনও সংশ্লিষ্টতা নেই। এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু'। ভুপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি এ্যানিমাল ডিজিজেস'-এর তরফে জানানো হয়েছে।

অতুল বোরা আরও জানান, ভয়ঙ্কর ছোঁয়াচে এ রোগের প্রকোপ কমাতে এরই মধ্যে আসামের রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পরামর্শ হলো- এখনই শূকরগুলো হত্যা না করে বিকল্প পদ্ধতিতে এই রোগের সংক্রমণ রোধে কাজ করা।

আসাম সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, আক্রান্ত নয়, এমন শূকরগুলো কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। যদিও সোয়াইন ফ্লু’তে শূকরের মৃত্যু হার শতভাগ। তারপরও আমরা কিছু কৌশল হাতে নিয়েছি।

অতুল বোরা বলেন, এই ভাইরাস শূকরের মাংস, লালা, রক্ত ও কোষ থেকে ছড়ায়। তাই এক জেলা থেকে জেলায় শূকরের সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আমরা এসব রোগের ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। কারণ ভারতে সোয়াইন ফ্লু’র এটিই প্রথম সংক্রমণ।

সোয়াইন ফ্লু শূকর থেকে মানুষে ছড়ায় কিনা এ ব্যাপারে অতুর বোরা বলেন, এটা মানুষকে প্রভাবিত করে না। যেখানে এ ভাইরাসের সংক্রমণ নেই, সেখানকার শূকরের মাংস খাওয়া ঝুঁকিপূর্ণ নয়। তবুও আমরা কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করব।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024