করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল ভারত

করোনাভাইরাসের দাপটে ক্রমেই অসহায় হয়ে পড়ছে ভারত। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল নাগাদ ভারতের করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন।

আক্রান্তের বিচারে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। চীনের সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৮ জন। আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলেও ভারতের মৃতের সংখ্যা চীনের তুলনায় অনেক কম।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫৩ জনের। অন্যদিকে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মৃত্যুর হার চীনের থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে। চীনে যেখানে মৃত্যুর হার ৫.৫ শতাংশ, সেখানে ভারতে মৃত্যুর হার ৩.২ শতাংশ।

অন্যদিকে, চীনে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ। সেখানে ভারতে এখন পর্যন্ত ২৭ হাজারের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

ভারতের আশার হলো- এপ্রিলের শুরুর দিকে চারদিনে দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা। সেই দিকে নজর রাখলে দেখা যাবে ভারতে আক্রান্ত হওয়ার গতি বেশ কিছুটা কমেছে।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩ লাখেরও বেশি মানুষের।

 

টাইমস/জিএস

Share this news on: