নোয়াখালীতে করোনা উপসর্গে একদিনে দুই জনের মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের (৫৫) বাড়ি বেগমগঞ্জের একলাশপুরে ও অপরজনের (৪০) চৌমুহনীতে। একজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অপরজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

জানা গেছে, স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করতেন (৫৫) বছর বয়সী এক ব্যাক্তি। গত কয়েকদিন থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাসার লোকজন দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি এখলাশপুর বাজারস্থ ভিআইপি সড়ক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে আসা এক ব্যক্তি ভর্তি করার আগেই মারা যান। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তার করোনা ছিল কিনা।

এদিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, চৌমুহনী সরকারি এসএ কলেজ সড়কের একজন ভাড়াটিয়া মঙ্গলবার অসুস্থ অবস্থায় মারা যান। দুপুরে খবর পেয়ে তার বাসাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। মৃত্যুর পরে তিন ঘন্টা পার হয়ে যাওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বুধবার সকালে তার পরিবারের ৪জন সদস্যের শরীর থেকে নমুনা নেওয়া হবে। মৃত ব্যক্তি সোনাইমুড়ী পুদিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানীতে মার্কেটিং চাকরি করতেন।

মৃত ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুসারে দাফন করা হবে বলে উল্লেখ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024