পাউডারে ক্যান্সার, জনসনকে গুনতে হচ্ছে ২১০ কোটি ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের একটি আদালত সে দেশের বিশ্বখ্যাত ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে একটি মামলার রায় বহাল রেখেছে। এর ফলে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটিকে ২১০ কোটি ডলার জরিমানা পরিশোধ করতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, জনসন অ্যান্ড জনসনের পণ্য টেলকম পাউডারে মরণঘাতী ক্যানসারের উপাদান থাকায় কোম্পানিটিকে ৪৪০ কোটি ডলারের অর্থ জরিমানা করেছিল মিসৌরির একটি আদালত।

২০১৮ সালের সেই রায়ে ভুক্তভোগী ২২ জন ব্যক্তির মধ্যে ওই জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে নির্দেশ দেন বিচারক। তবে ওই রায়ের আপিলে অঙ্গরাজ্যটির আপিল কোর্ট জানায়, ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরের বাসিন্দা হওয়ায় তাদের বাদ দিয়ে জরিমানা অর্থ কমিয়ে দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই মামলাটির রায় মঙ্গলবার শেষমেশ বহাল রেখেছে উচ্চ আদালত। পণ্যে ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে (ক্যানসারের উপাদান) জেনেও ভোক্তাদের কাছে তা বিক্রি কারার অভিযোগে জনসন অ্যান্ড জনসনকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত জানায়, আসামিপক্ষ অনেক বড়, বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি। আমরা বিশ্বাস করি, এই বিপুল পরিমাণ জরিমানার শাস্তি দেয়া গুরুত্বপূর্ণ ছিল এই মামলার জন্য।

এদিকে জনসন অ্যান্ড জনসনের একজন মুখপাত্র জানান, তারা আপিল কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

 

টাইমস/জিএস

Share this news on: