ইসরাইলে ‘ক্রাইম মিনিস্টার’ নেতানিয়াহু বিরোধী আন্দোলন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ইসরাইলিরা। করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা ভয়াবহ রুপ নেয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে ইসরাইলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ চলছে।

মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। এসময় তারা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকে।

করোনাভাইসের প্রাদুর্ভাবের কারণে কর্ম হারানো ব্যক্তিদের সরকারি প্রণোদনা না দেয়ার ফলে এই আন্দোলনের সূত্রপাত হয়। দিনে দিনে এই আন্দোলন আরও শক্ত রুপ নিচ্ছে।

এদিকে করোনার কারণে তিন মাস স্থগিত রাখার পর জেরুজালেমের আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মামলার বিচারকাজ আবারও শুরু হয়েছে।

একদিনে প্রণোদনা না দেয়া ও অন্যদিকে ঘুষ-দুর্নীতি করার কারণেই আন্দোলনকারীরা নেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: