৮৬ বছর পর আয়া সোফিয়ায় জুম্মার নামাজ আদায়

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য, আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর আজ শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় করল মুসল্লিরা। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই স্থাপনায় অন্তত দেড় লাখ মুসল্লীর সঙ্গে নামাজে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় নামাজ আদায় করা হলো। গেল ১০ জুলাই বাইজেস্টাইন এ স্থাপনাটিকে মসজিদ ঘোষণা করে তুর্কি সরকার। পরে, ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া জানান, এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। ৫টি স্থানে নামাজ আদায় করা যাবে, দুটি থাকবে নারীদের জন্য নির্ধারিত। ১১ চেক পয়েন্ট দিয়ে কঠোর নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করতে হবে।

আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের পর বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে সমালোচনা। যদিও এতে শুশি দেশটির ইসলামপন্থীরা। আয়া সোফিয়া ৫৩৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুর ৯২১ বছর গির্জা, পরের ৪৮২ বছর মসজিদ এবং শেষ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। করোনাভাইরাস মহামারীর কারণে সামাজিক দুরত্ব মেনেই শুক্রবার নামাজ আদায় হয় সেখানে। রাখা হয়েছে ১৭টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র।

Share this news on: