হজে না যেতে পেরে জমানো টাকা গরিবদের বিলিয়ে দিলেন এক দম্পতি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি সরকার এ বছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি। এমন পরিস্থিতিতে নিজ দেশে হজ পালনের অনুমতি পেয়েও হজে যেতে পারেননি সৌদির বাইরের কেউ।

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ (৪৮) দম্পতি। এ বছর হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন তিনি। স্ত্রী-সন্তানসহ হজ পালনের অনুমতিও পেয়েছিলেন তিনি। এজন্য পবিত্র হজ পালনের জন্য ১০ হাজার ডলার জমিয়েছিলেন তারা।

কিন্তু করোনার জন্য সৌদি সরকারের নিষেধাজ্ঞায় এ বছর হজে যাওয়া হলনা তাদের। তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিয়েছেন আরিফ শাহ দম্পতি।

এ বিষয়ে আরিফ শাহ বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি। তথ্যসূত্র: আরব নিউজ

 

টাইমস/এইচইউ

Share this news on: