কুমিল্লায় বাবা-ভাইয়ের হাতে খুন

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাবা ও ছোট ভাইয়ের হাতে আবুল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার ও তার পুত্র সাইফুল এবং সবুজ আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সদরের মো. আনোয়ার হোসেনের সঙ্গে তার ছেলেদের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ও তার ছোট ছেলে জাহিদুল হাসান ছাদে গাছ লাগাতে যান। এ সময় বড় ছেলে আবুল হোসেন ছাদে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাবা আনোয়ার হোসেন ও ছোট ভাই জাহিদ ইট ও কোদাল দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, টাকা-পয়সা নিয়ে তার স্বামীর সঙ্গে শ্বশুর আনোয়ার হোসেন ও দেবর জাহিদুল হাসানের প্রায়ই ঝগড়া হতো। সকালে বাড়ির ছাদের শ্বশুর ও দেবর মিলে তার স্বামীকে ইট ও কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: