বিশ্বে করোনায় ৯ লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ছাড়িয়েছে প্রায় ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার।

করোনার তথ্য-উপাত্ত বিশ্লেষণকারি সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯ লাখ ৬১ হাজার ৪০০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ৯৫৮ জনে।

তবে বিশ্বে করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত ২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৮২৪ জন। এছাড়া বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের দিক থেকেও যুক্তরাষ্ট্র শীর্ষে। এখন পর্যন্ত দেশটিতে ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরেই মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮৬ হাজার ৭৭৪ জন। তবে আক্রান্তের হিসাবে ভারতের অবস্থান তৃতীয়।

করোনা আক্রান্তের সংখ্যা তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জন।

এর পরেই মৃত্যুর হিসাবে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। আর পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। পরে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যা এখন পর্যন্ত বাংলাদেশসহ ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: