নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের ভিডিও সরিয়ে নেয়ার নির্দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও পৈশাচিক নির্যাতনের ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতন করে প্রভাবশালী বখাটেরা। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অভিযুক্ত বাদল ও তার সহযোগীরা নির্যাতনের ভিডিও ধারণ করে।

পরে গতকাল রোববার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বাদল ও তার সহযোগীরা। ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে। এঘটনায় পর্ণগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম গৃহবধূ।

আরও পড়ুন-

এবার নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : প্রধান দুই আসামিসহ গ্রেপ্তার ৪

 

টাইমস/এসএন

Share this news on: