শিশুদের ওপর নির্যাতন হলেই কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

শিশুদের ওপর অত্যাচার-নির্যাতন হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশুদের সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার সকালে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২০ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারীর মধ্যেও শিশুর মেধা বিকাশে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস চালু রেখেছি। শিশুদের প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার পরিচয় ঘটানো যায়, তাহলে বড় হয়ে আজকের শিশুরাই অনেক বড় জায়গায় থাকবে। শিশুর মেধা বিকশিত করতে সময়োপযোগী সব ব্যবস্থা নিয়েছে সরকার।

চলমান করোনা সংক্রমণ থেকে শিশুদের নিরাপদে রাখার পরামর্শ দেন তিনি। এসময় সকল পিতা-মাতা ও অভিভাবককে তাদের সন্তানদের ব্যাপারে আরও যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

টাইমস/এসএন

Share this news on: