আগামী কয়েকমাস আরও বিপজ্জনক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসে ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেক দেশ এ ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার করোনাভাইরাস নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস।

শুক্রবার এক ভার্চুয়াল সম্মেলনে তেদ্রোস বলেন, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। আগামী কয়েক মাস কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।

গ্যাব্রিয়াসুস বলেন, অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। গত ফেব্রুয়ারিতে আমরা যে ধরণের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছিলাম, আগামী দুই-তিন মাসের জন্যও একই রকম সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি।

ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটেছে। তারপরও দেশটির অনেকগুলো রাজ্য তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেয়ার কারণে সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা এখন এ মহামারির একটি সংকটময় মুহূর্ত পার করছি।

 

টাইমস/এসএন

Share this news on: