বরিশালে উপজেলা নির্বাচনে আ’লীগের প্রার্থী ১৭১ জন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে নৌকার মাঝি হতে ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার থেকে বুধবার পর্যন্ত ৪ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ৫৭ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন, উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ১৭১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন।

জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনতে ১০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনতে ৫ হাজার টাকা করে রাখা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস জানান, প্রার্থীদের আবেদনপত্র পর্যালোচনা করে কেন্দ্রের কাছে প্রতি উপজেলার প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম সুপারিশ আকারে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ লবিং কিংবা তদবির বাণিজ্য করে না। যার যোগ্যতা আছে তাকেই মনোনয়ন দেবে দলীয় ফোরাম।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: