বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই

বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর বনানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার বড় ছেলে বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। রাবেয়া খাতুন দুই পুত্র, দুই কন্যা, দুই পুত্রবধূ, দুই জামাতা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। পরে দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: