‘আমার চায়না গল্প’ প্রতিযোগিতায় বাংলাদেশি ছাত্রীর সেরা সাফল্য

বাংলাদেশ-চীন দূতাবাস আয়োজিত ‘আমার চায়না গল্প’ প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশি সাব্রী সাবেরিন চন্দ্রা। ওই প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন।

সাব্রী সাবেরিন চন্দ্রা জানান, চীনা দূতাবাস থেকে পাঠানো সনদপত্র ও পুরস্কার গত বুধবার (৬ জানুয়ারি) হাতে পেয়েছেন। চীনের হারবিন মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন তিনি।

চন্দ্রা বলেন, আমার পড়াশুনা ও সকল অর্জনের পেছনে বাবা-মায়ের অবদান অপরিসীম। আমি সুদূর চীনে পড়াশুনা করছি। দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই।

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় বই মেলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাব্রী সাবেরিন চন্দ্রা। তার বাবা সোলেমান খান পেশায় শিক্ষক, সাংবাদিক ও কবি। মা তাসলিমা আক্তার কাকুলি স্কুল শিক্ষক এবং পাক্ষিক সকালের সূর্য পত্রিকার নির্বাহী সম্পাদক। 

 

টাইমস/এসএন

Share this news on: