সেন্টমার্টিনে ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিতে পর্যটকরা

পরিবেশ অধিদপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সেন্টমার্টিনের স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এই ধর্মঘট আহ্বান করেছিল।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানায় ব্যবসায়ীদের সংগঠনগুলো। ফলে সেন্টমার্টিন ও ছেঁড়াদিয়া দ্বীপে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। স্বস্তি ফিরেছে পর্যটক পাড়ায়।

এর আগে গত রোববার থেকে ধর্মঘট আহ্বান করে সেন্টমার্টিনের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। এতে বিপাকে পড়ে হাজার হাজার পর্যটক। অনেকেই সেন্টমার্টিন ও ছেঁড়াদিয়া দ্বীপে আটকা পড়েন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুরোধে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমেদ।

 

টাইমস/এসএন

Share this news on: