রাষ্ট্রীয় মর্যাদা পেল ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশ্বনবী হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে হিজরী ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে সরকার। এখন থেকে দিবসটি রাষ্ট্রীয় ভাবে পালন করা হবে।

গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: