ঢাকা-জলপাইগুড়ি রুটে ট্রেন চলাচল ২৬ মার্চ শুরু

ভারতের জলপাইগুড়ি (এনজেপি) ও ঢাকার মধ্যে চালু হচ্ছে রেল যোগাযোগ। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে ট্রেন চলাচল। প্রতি সপ্তাহে দুই দিন এ রুটে ট্রেন চলবে।

সোমবার ও বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি থেকে ছেড়ে আসবে এবং মঙ্গলবার ও শুক্রবার ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের খবরে বলা হয়েছে, বিরতিহীন ৯ ঘণ্টার যাত্রায় ট্রেনটি দীর্ঘপথ পাড়ি দেবে। এই ট্রেনে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ রয়েছে। যা একটি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে চলবে।

এর আগে গত ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এ রেল যোগাযোগের উদ্বোধন করেন। এরপর বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পাকশি রেলওয়ে বিভাগের ম্যানেজার মো. শহিদুল ইসলাম এবং ভারতের পক্ষে কাটিহার বিভাগের ম্যানেজার রবীন্দ্র কুমার ভার্মা।

 

টাইমস/এসএন

Share this news on: