মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

বার্তা সংস্থা এএপিপি জানায়, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকারের ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে গত দুই মাসে কমপক্ষে ৫১০ জন নিহত হয়েছে। এর মধ্যে শনিবারই সব মিলিয়ে ১৪১ জন নিহত হয়েছে।

এদিকে মিয়ানমারের রাজধানীতে এক অভিনব পন্থায় সেনাশাসকদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে তারা শুরু করেছে নতুন কর্মসূচি- ‘গার্বেজ স্ট্রাইক’। এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টারে লেখা রয়েছে, ‘এই আবর্জনা ধর্মঘটের উদ্দেশ্য সেনাশাসনের বিরোধিতা করা। এতে সবাই অংশ নিতে পারবেন।’

সেনাশাসকদের বিরোধিতা করা তিনটি দল, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি, দ্য আরাকান আর্মি ও টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারীদের হত্যা বন্ধ করতে সামরিক শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

টাইমস/এসজে

Share this news on: