ফিলিস্তিনে ১২ কোটি ডলারের অনুদান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের গালে মার্কিন চপেটাঘাত! অবাক হওয়ার মতই ঘটনা। কারণ এতোদিন ইসরাইলের সব বিতর্কিত পদক্ষেপের পক্ষে থাকলেও এবার সুর পাল্টেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে ১২ কোটি ডলার অনুদান দিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জন্য মার্কিন অনুদান বন্ধ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই মত বদলান। ফিলিস্তিনিদের জন্য অনুদান চালু করার ঘোষণাও দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি ডলার অনুদান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে এরই মধ্যে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন।

এছাড়া মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে ফিলিস্তিনের জন্য ধার্য অনুদানের অর্থ ছাড় করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: