কৃষিপণ্য ও পার্সেল সার্ভিসের জন্য চলবে ট্রেন

আগামীকাল বুধবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করবে সারাদেশেই। সেই সঙ্গে কৃষিজাত পণ্য পরিবহন ও পার্সেল সার্ভিসের জন্য চার জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রেলভবনে ‘লকডাউন এবং কোভিডকালীন পণ্যবাহী ও পার্সেল ট্রেন পরিচালনা’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই দেশে বিভিন্ন বিধিনিষেধ চলছে। তখন থেকেই যাত্রীবাহী ট্রেন বন্ধ রেখে শুধু জরুরি পণ্য পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, আমাদের কৃষকরা যাতে মালামাল পরিবহনের ক্ষেত্রে রেলের সুবিধা নিতে পারে, সেজন্য গতবারও ম্যাংগো ট্রেন, লাগেজ ভ্যান ও কোরবানির সময় পশুবাহী ট্রেন চলানো হয়েছিল। এবার পরিকল্পিতভাবে এসব পার্সেল ট্রেন চালানো হবে।

জানা গেছে, লকডাউনকালীন বিশেষ ট্রেন সার্ভিস ঢাকা-সিলেট (প্রতিদিন), সিলেট-ঢাকা (প্রতিদিন), চট্টগ্রাম-সরিষাবাড়ী (প্রতিদিন) সরিষাবাড়ী-চট্টগ্রাম (প্রতিদিন), খুলনা-চিলহাটি (শনি, সোম, বুধ), চিলহাটি-খুলনা (রবি, মঙ্গল, বৃহস্পতিবার), পঞ্চগড়-ঢাকা (শনি, সোম বুধ), ঢাকা-পঞ্চগড় (রবি, মঙ্গল, বৃহস্পতিবার) রুটে চলাচল করবে।

বুধবার থেকে বিশেষ এই ট্রেন সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

টাইমস/এসএন

Share this news on: