করোনার ছোবলে না ফেরার দেশে কবি শঙ্খ ঘোষ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কবি শঙ্খ ঘোষ। বুধবার (২১ এপ্রিল) ভারতের প্রখ্যাত এই কবি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এর আগে গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের শরীরে করোনা শনাক্ত করা হয়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার আগে থেকেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পরে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর নমুনা শনাক্ত করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন কবি শঙ্খ ঘোষ। কিন্তু মঙ্গলবার রাতে আকষ্মিকভাবে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভেন্টিলেটর দেয়া হয়। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইহলোক ত্যাগ করেন।

প্রসঙ্গত, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার পঞ্চপাণ্ডবের একজন ছিলেন কবি শঙ্খ ঘোষ। বাকি চারজন হলেন শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়। ১৯৩২ সালে অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন শঙ্খ ঘোষ। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ।

 

টাইমস/এসএন

Share this news on: