সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা এখন থেকে জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের আবেদন জমা দিতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। দীর্ঘ দেড় বছর পর বহুল আকাঙ্খিত এই সেবা চালু হওয়ায় খুশি প্রবাসীরা।

সম্প্রতি জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত দেড় বছর ধরে প্রবাসী সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট ফি’র চেয়ে অতিরিক্ত ৫০ রিয়াল অর্থ জমা দিয়ে পাসপোর্ট নবায়ন করতো সৌদি প্রবাসীরা। এ ছাড়া প্রবাসী কার্ডের জন্য দিতে হতো অতিরিক্ত ৭০ রিয়াল। এ নিয়ে প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল।

দীর্ঘ দেড় বছর পর প্রবাসী বাংলাদেশিদের বহুল আকাঙ্খিত চাওয়া পুরণ হওয়ায় প্রবাসীরা খুশি। এমনকি প্রবাসীরা এ খবরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক।

কনসাল জেনারেল নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সৌদি প্রবাসীরা এখন থেকে জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এজন্য তাদের কোনও বাড়তি ফি দিতে হবে না।

 

টাইমস/এসএন

Share this news on: