মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের ওপর বোমা হামলা

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ (৫৩) বোমা হামলার শিকার হয়েছেন। হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন মোহাম্মদ নাশিদ। তার অবস্থা এখন সংকটাপন্ন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুর এলাকায় দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদের বাসভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে মোহাম্মদ নাশিদ গুরুতর আহত হন।

তাকে বর্তমানে দেশটির শীর্ষ স্থানীয় এডিকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। টানা ১৬ ঘন্টা ধরে নাশিদের শরীরে অস্ত্রপচার চালানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নাশিদের ফুসফুস ও যকৃৎ থেকে বেশ কয়েকটি ধাতুর টুকরো অস্ত্রপচারের মাধ্যমে বের করা হয়েছে। এছাড়া দেশটির সাবেক প্রেসিডেন্টের শরীরের বিভিন্ন জায়গা থেকে ধাতব টুকরো বের করেছেন চিকিৎসকরা।

এদিকে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়েছে মালদ্বীপ সরকার।

 

টাইমস/এসএন

Share this news on: