পৃথিবীর যেখানে ছিটকে পড়লো চীনা রকেট

মহাকাশে নিয়ন্ত্রণহীন চীনা রকেটের ধ্বংসাবশেষ অবশেষে পৃথিবীতে আছড়ে পড়েছে। রকেটের ধ্বংস হয়ে যাওয়া অংশ ইতালিতে আছড়ে পড়ার কথা থাকলেও তা ভারত মহাসাগরে পতিত হয়েছে।

রোববার (৯ মে) বেইজিং এর স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে ধ্বংসাবশেষটি ভারত মহাসাগরে পড়ে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, এর আগে ভূমধ্যসাগরে রকেটটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল চীন। কিন্তু শেষমেষ সেটি ভারত মহাসাগরে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান, ৮ মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি। তবে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, রকেটটি ইতালির রাজধানী রোমসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের যেকোনও জায়গা পড়তে পারে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে রকেটটি ভারত মহাসাগরে পড়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: