বোকো হারামের প্রধান আবু বকর নিহত

নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের প্রধান নেতা আবু বকর শেকাউ মারা গেছেন। দেশটির জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি) এ দাবি করেছে।

সোমবার (৭ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা একটি অডিও রেকর্ডিং শুনেছে যেটি আইএসডব্লিউএপির রেকর্ড করা। এতে আবু বকর শেকাউয়ের মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ওই অডিও রেকর্ডিংয়ে আইএসডব্লিউএপির নেতা আবু মুসাব আল বার্নাবি নামে চিহ্নিত করা এক ব্যক্তি বলেন, ১৮ মে আইএসডব্লিউএপির সঙ্গে লড়াইয়ের সময় একটি আত্মঘাতী বোমা হামলায় আবু বকর শেকাউ নিজেকে উড়িয়ে দেন।

এদিকে রয়টার্স জানায়, এমন দুই ব্যক্তি যারা বার্নাবিকে চেনেন, তারা ওই রেকর্ড শুনে নিশ্চিত হয়েছেন। আইএসডব্লিউএপি একসময় বোকো হারামেরই অংশ ছিল। পাঁচ বছর আগে গোষ্ঠীটির এক অংশ ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করে আইএসডব্লিউএপি নাম দিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

টাইমস/এসএন

Share this news on: