৬২ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ১৫৬ অভিবাসী আটক

আবারও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার শুরু করেছে মালয়েশিয়া সরকার। দেশটির বিভিন্ন শহরে নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। ফলে বাংলাদেশি প্রবাসী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বনে জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সময় রোববার (৬ জুন) রাত ১১টার দিকে মালয়েশিয়ার সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ বিদেশি শ্রমিককে আটক করে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এ অভিযানে অংশ নিয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, আটকদের মধ্যে ৬২ জন বাংলাদেশি, ৪২ জন ইন্দোনেশিয়ান, ২৯ জন মিয়ানমারের, ২০ জন নেপালের ও একজন করে পাকিস্থান ও ভারতের নাগরিক রয়েছে। এদের মধ্যে ১২ জন নারী ও দুইজন শিশু।

দাতুক খায়রুল দাউদ দেশটির গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণশ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না।

 

টাইমস/এসএন

Share this news on: