দেশের অর্জন স্বীকার করতে চায় না বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন দেশের অর্জনও স্বীকার করতে চায় না।

সোমবার (৭ জুন) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। কিন্তু এক সময় দেশে বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। আজ সেই বিএনপি দেশের অর্জন ও সরকারের অর্জন অস্বীকার করছে।

তিনি বলেন, শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যতমূখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর বিদেশ নির্ভর নয়। নিজস্ব সম্পদের উপর ভিত্তি করেই এখন আমাদের বাজেট প্রণীত হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: