আগে আসলে আগে পাবেন ফাইজারের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

ফাইজারের টিকাদানে বিশেষ কেউ অগ্রাধিকার পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে আয়োজিত এক সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬০০ ডোজ টিকা আগামী ১৩ জুন দেশে আসবে। এ টিকা ওই দিন থেকেই প্রয়োগ শুরু হবে। কোনো বিশেষ ব্যক্তিকে তা দেয়া হবে না। রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

জাহিদ মালেক আরও বলেন, কোভিডে বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি। সিনোভ্যাকের টিকা দেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

 

টাইমস/এসএন

Share this news on: