বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০, আসছে ওএস ১১

২০২৫ সালে উইন্ডোজ ১০ এর যাবতীয় সাপোর্ট বন্ধ করতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এছাড়া চলতি মাসেই ওএস-১১ (অপারেটিং সিস্টেম) লঞ্চের ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটির সদ্য প্রকাশিত ‘উইন্ডোজ লাইফ সাইকেল ফ্যাক্ট শিটে’ বলা হয়েছে, ১৪ অক্টোবর ২০২৫-এর পর নতুন কোনও আপডেট কিংবা সিকিউরিটি প্যাচ বাজারে ছাড়বে না মাইক্রোসফট।

তবে এর আগে উইন্ডোজ ১০ রিলিজ করার পর মাইক্রোসফট জানিয়েছিল, আর নতুন কোনো সফটওয়্যার ভার্সনের দিকে প্রতিষ্ঠানটি ঝুঁকবে না। কিন্তু সেই ঘোষণা থেকে তারা সরে এসেছে। কাজ শুরু করেছে উইন্ডোজ ১১ লঞ্চ করার।

এর আগে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও ডিভাইস চিফ প্যানোস পনয় ওএস-এর ‘নতুন জেনারেশন’ আনার কথা জানিয়েছেন। গত কয়েক দশকে মাইক্রোসফট উইন্ডোজের যেসব আপডেট এনেছে, নতুন ভার্সনে তা সবকিছুকে ছাপিয়ে যাবে বলে জানান তারা।

ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট ২০২৫ পর্যন্ত সময় বেঁধে দিলেও ওএস ১০ এর সময়সীমা আরও কিছুটা বাড়বে। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, উইন্ডোজ ৭ বন্ধ করার ঘোষণা অনেক দিয়েও এখন পর্যন্ত তা বন্ধ করতে পারেনি মাইক্রোসফট। কাজেই উইন্ডোজ ১০ এর ক্ষেত্রেও এমনটাই ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: