সোমবার থেকে ফাইজারের টিকা প্রয়োগ শুরু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২১ জুন) থেকে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা প্রয়োগ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ টিকার প্রয়োগ শুরু হবে।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রটি জানায়, নিবন্ধন করেও যারা টিকা পাননি, তাদের মধ্য থেকে আপাতত ১২০ জনকে এ টিকা দেয়া হবে। টিকার পরীক্ষামূলক প্রয়োগ উদ্বোধনের দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকবেন।

পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সাত দিন টিকা গ্রহণকারী প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে একযোগে ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on: