আফগানিস্তানে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তালেবান

আফগানিস্তানে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তালেবান। তালেবান দখলের পর প্রথম সকাল পার করছে আফগানিস্তান। একই সাথে আফগানিস্তানে ২০ বছরের মার্কিন নিয়ন্ত্রণের পরিসমাপ্তি ঘটলো।

প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে গেছেন। এক বার্তায় তিনি বলেছেন, আফগানিস্তানের তালেবানরা জয়লাভ করেছে। রক্ত ক্ষয় এড়াতে তিনি চলে গেছেন। তিনি তাজিকিস্তান নাকি উজবেকিস্তান গেছেন তা নিয়ে বিভ্রান্তি আছে।

যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের সব কর্মীকে সরিয়ে নিতে পেরেছে বলে দাবি করেছে, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশও তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে

তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেয়ার প্রক্রিয়ায় রয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদ তাদের দখলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, টারমাকে পদদলিত হয়ে আহত হবার ঘটনা ঘটেছে

এর আগে তালেবান বলেছে, তারা সহিংসতা থেকে বিরত থাকবে, যারা চলে যেতে চায় তাদের নিরাপদে যেতে দেবে

প্রত্যক্ষদর্শীরা বলছে, যোদ্ধারা কাবুলে প্রবেশের সময় কার্যত কোন বাধার মুখে পড়েনি।

তালেবান পুনরায় নিশ্চয়তা দিয়ে বলেছেন যে, তারা আফগান বেসামরিক নাগরিকদের কোনরকম ক্ষতি না করার জন্য যোদ্ধাদের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য যে, কাবুলে প্রবেশের সময় তুলনামূলক উদার মনোভাব প্রদর্শন করেছে তালেবান।




Share this news on: