দেশ ছাড়ার পক্ষে সাফাই আফগান প্রেসিডেন্টের, সমালোচনা

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দাবি করেছেন, রাজধানী কাবুলে তালেবানের প্রবেশের পর রক্তপাত এড়াতে দেশ ছেড়ে গেছেন তিনি। রবিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।

মাত্র দশ দিনের মধ্যে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে রবিবার প্রায় বিনা প্রতিরোধে রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান বাহিনী। প্রেসিডেন্ট প্রাসাদের তালেবান ঢুকে পড়ার মধ্যে দেশ ছেড়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

দেশ ছাড়লেও বর্তমানে কোথায় রয়েছেন তা প্রকাশ করেননি আশরাফ গণি। প্রেসিডেন্টে এমনভাবে দেশ ছাড়ায় ক্ষুব্ধ আফগানরা।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করছেন তার। কেউ কেউ তাকে কাপুরুষ বলেও মন্তব্য করছেন। অনেকেই অভিযোগ করেন, তার কারণেই এতো অল্প দিনেই কাবুল নিয়ন্ত্রণে নিল তালেবানরা।

Share this news on: