কাবুল বিমানবন্দরে নিহত ৫

কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেখানে ফাকা গুলি করা হয়েছে।

এ পর্যন্ত ৫ জন নিহতের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। 


বিমানবন্দরে গোলাগুলিতে হতাহত হয়েছেন অনেকে। (বিবিসি, রয়টার্স)

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানা গেছে। 

সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে, বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পায়নি রয়টার্স।

Share this news on: