বৃষ্টিতে নালায় পড়ে নিখোঁজ পথচারী

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে রাস্তা পাওয়ার হওয়ার সময় নালায় পড়ে ভেসে গেছেন এক ব্যক্তি। পাঁচ ঘণ্টার চেষ্টায়ও তাঁকে উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মুরাদপুর মোড় এলাকার ছালেহ আহমেদ (৫০) নালায় পড়ে যান বলে তাঁর এক ছেলে ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

ছালেহ আহমেদের ছেলে ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, এক নারী ও তাঁর ছেলেকে নিয়ে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছালেহ আহমেদ। ফটিকছড়ির বাস ধরার জন্য তাঁরা ওই মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।
এ সময় বৃষ্টির পানিতে নালা ও রাস্তা একাকার হয়ে গিয়েছিল। সড়কে গাড়ি চলাচলও কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তখন রাস্তা পার হওয়ার সময় ছালেহ আহমদ পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে ছালেহ আহমদকে খুঁজতে অভিযান শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান বিপ্লব কুমার নাথ বলেন, নালাটি বড়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

Share this news on: