ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ফাটল, জিনিসপত্র সরিয়ে নিতে জরুরী বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। বারান্দায় আগে গণরুম ছিল। যেখানে রাজনৈতিকভাবে শিক্ষার্থীরা অবস্থান করতো।

৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের জিনিসপত্র সরিয়ে নিতে বিজ্ঞপ্তি টানিয়েছে হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ‘অতি জরুরি বিজ্ঞপ্তি’ টানিয়ে বলা হয়ে, ৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা নিজেদের জিনিসপত্র সরিয়ে না নিলে হল কর্তৃপক্ষই এগুলো সরিয়ে ফেলবে।

এসএম হলের প্রাধ্যক্ষ মো. মজিবুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের দক্ষিণ ব্লকের দক্ষিণ ও পশ্চিমের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। বারান্দায় কোনো ধরনের খাট বা বিছানাজাতীয় ভারী আসবাব রাখা ঝুঁকিপূর্ণ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এসব বারান্দায় থাকা নবীন শিক্ষার্থীদের উঠানো হতো। তাদেরকে ক্ষমতাসীন দলের মিছিল ও কর্মসূচিতে যেতে বাধ্য করতে হলের নেতারা। 

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, হলগুলোতে আর কোনো ‘গণরুম’ থাকবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্রসংগঠনগুলো কর্তৃপক্ষকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে।

Share this news on: