ফেসবুক পোস্ট দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ইমরুল কায়েস নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে যশোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয় সে শিক্ষার্থী।

ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সে।

কায়েসের ফেসবুক টাইমলাইনে দেখা যায়, সে বেশ কিছুদিন ধরে ফেসবুকে হতাশা ও আত্মহত্যার কথা লিখে আসছিল। সহপাঠীরা জানায়, সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কিছুদিন পুনর্বাসন কেন্দ্রে কাটানোর পর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমেও ফিরেছিল।

সহপাঠীদের কাছে জানা যায়, ঘটনার কিছু দিন আগে মায়ের কাছে মোটরসাইকেল কিনতে চাইলে তাকে কিনে দেওয়া হয়। ঘটনার আগে ডিএসএলআর ক্যামেরা কিনতে চায় সে। কিন্তু মধ্যরাতে ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর সে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

Share this news on: