টাকায় লেখা স্টাম্পিংস সিল নিষেধ করল বাংলাদেশ ব্যাংক

টাকায় কলম দিয়ে লেখা, সিল প্রদান এবং স্ট্যাপলিং করতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক।  

একই সঙ্গে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর স্বাক্ষর ও তারিখ সংবলিত লেবলে বা ফ্লাইলিফ লাগাতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এমন কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের ক্লিন নোট পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায়, যা মোটেই কাঙ্ক্ষিত নয়-বলছে বাংলাদেশ ব্যাংক।

Share this news on: